টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লৌহজং নদী দখলমুক্ত দিবস পালিত

টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দুষণমুক্ত দিবস পালিত হয়েছে। আলোচনা সভা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, পরিবেশ বান্ধব ফলদ-বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

 

 

 

‘নদী খাল বিল জলাশয় রক্ষা করি, সুস্থ্য সুন্দর পরিবেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নদী খাল বিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলন টাঙ্গাইল’ এর উদ্যোগে বুধবার সকালে টাঙ্গাইলের এসপি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ উল হক সিদ্দিকী রতন সিদ্দিকীর পরিচালনা ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন রাসেল, নারীনেত্রী নাজমুস সালেহীন, গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক রোকেয়া বেগম রুকু, মানবাধিকার কর্মী মশিউর রহমান প্রমুখ।

এ সময় টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ বিদ্যালয়, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন-এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছিলেন। তার পদোন্নতি বদলীজনিত কারণে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। আবার সকলকে উজ্জীবিত করে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করার লক্ষ্যে এ দিবসটি পালন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *