টাঙ্গাইল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন এডভোকেট মামুন

টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন।

 

 

বৃহস্পিবার, ৩০ নভেম্বর বেলা ১২টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

 

এডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনেকরি আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি আরো বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, তার সাথে মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি-নাহার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা নবীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাসহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠণের নেতৃবৃন্দ।

পরে, এডভোকেট মামুনুর রশিদ মামুন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সাথে দেখা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *