জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদ ছাড়লেন চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু

জাতীয় ফিচার মির্জাপুর রাজনীতি

মির্জাপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য চেয়ারম্যান পদ ছেড়েছেন মির্জাপুর উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

 

 

 

সোমবার, ২৭ নভেম্বর দুপুরে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ মাসুম পাটোয়ারী বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। সোমবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

 

আগামী বুধবার, ২৯ নভেম্বর মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফার কাছে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত আছেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। মির্জাপুরের মানুষ এবার পরিবর্তন চায়, এ জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

তিনি আরও বলেন, গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এরপর উপজেলা পরিষদে পরপর তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এলাকার উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খান আহমেদ শুভকে পরাজিত করে মির্জাপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে তিনি আশা করেন।

আগামীকাল, ২৮ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *