টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন খান আহমেদ শুভ এমপি

ফিচার মির্জাপুর রাজনীতি

মির্জাপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন।

 

 

 

রবিবার, ২৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

এদিকে খান আহমেদ শুভকে পুনরায় দলের মনোনয়ন দেয়ার খবরে মির্জাপুর পৌর শহরে বিপুল সংখ্যক নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল বের করেন।

দলীয় সূত্রে জানা যায়, এ আসনে খান আহমেদ শুভ ছাড়াও নৌকার মনোনয়ন চেয়েছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত মেজর খ. আবদুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল।

জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের টানা চারবারের সংসদ সদস্য ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর এই আসনটি শূন্য হলে ৩০ নভেম্বর নির্বাচন কমিশন এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২০২১ খ্রি. ৩ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় খান আহমেদ শুভকে নৌকার মনোনয়ন দেয়া হয়।

উল্লেখ্য, খান আহমেদ শুভর পিতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *