নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় খন্দকার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার, ২৬ নভেম্বর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
জানা যায়, সদর উপজেলার করটিয়া বাজারে খন্দকার ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নকল আঠা সুপার গ্লু নিজেরা বোতলজাত করে লেভেল লাগিয়ে বিক্রি করছিল।
রবিবার অভিযান চালিয়ে খন্দকার ট্রেডার্সকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশ সহায়তা করে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে প্রচারণাসহ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।