টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা: ৪ নতুন মুখ

জাতীয় টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী নতুন মুখ এসেছে। বাকি চার আসনের প্রার্থী অপরিবর্তিত রেখেছে আওয়ামী লীগ।

 

 

 

দ্বাদশ জাতীর সংসদ নির্বাচনে রবিবার, ২৬ নভেম্বর বিকেলে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রাপ্ত তথ্য মতে জানা যায়, টাঙ্গাইল-৫ সদর আসনে দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ছানোয়ার হোসেন মনোনয়ন পাননি। এখানে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাতবারের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বাদ পড়েছেন বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি সাবেক ছাত্রনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য। এখানে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান। তিনি ঘাটাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার পিতা ও প্রয়াত এমপি শামসুর রহমান খান শাজাহানের ভাই।

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে মনোনয়ন পেয়েছেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। তার বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এ আসনের একাধিকবার এমপি ছিলেন। এখানে বাদ পড়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)।

এদিকে জেলার অন্য চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত রয়েছে। তার হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোটমনির এমপি, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।

এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর নেতাকর্মী ও অনুসারীরা উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করছেন। তবে মনোনয়ন না পাওয়া এমপি পদ প্রত্যাশীদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *