কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

কালিহাতী দুর্নীতি ফিচার শিক্ষা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার, ১৪ নভেম্বর দুপুরে কালিহাতী ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন করে।

 

এসময় বক্তারা বলেন, ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফিরোজ আলমের বিরুদ্ধে ও স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু মিথ্যা বক্তব্য প্রধান করায় তার শাস্তির জন্য এই মানববন্ধন করছি।

বক্তারা আরও বলেন, এই বিদ্যালয় এমপিওভূক্তি করতে কোন টাকা পয়সা লাগেনি অথচ সভাপতি বলছে টাকার বিনিময়ে এমপিও করা হয়েছে। এই মিথ্যা বক্তব্যর জন্য সভাপতির বহিস্কার চাই।

এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রিন্সিপাল শাহজাহান কবির, ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জামাল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মফিজউদ্দিন ভূইয়াসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও লায়ন ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির বিষয়ে বক্তব্য দেন। যার ফলে স্থানীয় সংসদ সদস্য ও লায়ন ফেরদৌস আলম ফিরোজের সমর্থকরা এর প্রতিবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *