১৩ নভেম্বর গোপীনাথ মজুমদারের প্রথম প্রয়াণ দিবস

কালিহাতী দিবস ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বরেণ্য শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী গোপীনাথ মজুমদারের প্রথম প্রয়াণ দিবস ১৩ নভেম্বর। ২০২২ সালের এই দিনে ৮০ বছর বয়সে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

প্রয়াত গোপীনাথ মজুমদার সততা ও নিষ্ঠার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘদিন এলেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এমএসবি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, রাজাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চিনামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, এলেঙ্গা সাধারণ পাঠাগারের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

কালিহাতী উপজেলা বিজ্ঞান শিক্ষক সমিতি ও কালিহাতী উপজেলা পন্ডিত সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। স্বাধীনতা উত্তরকালে নিজ এলাকায় প্রতিষ্ঠিত বাণীমন্দির এবং দাতব্য চিকিৎসালয়ের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পাঠাগার আন্দোলন এবং অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

প্রয়াত এই প্রধান শিক্ষক আমৃত্যু তার নিজ গ্রাম এলেঙ্গা পৌরসভার মশাজানে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মশাজান সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন। যুক্ত ছিলেন বানিয়াবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত বৃহত্তর এলেঙ্গা শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের প্রধান উপদেষ্টা, বৃহত্তর এলেঙ্গা শ্মশান ঘাট পরিচালনা পরিষদের উপদেষ্টা, এলেঙ্গা আঞ্চলিক পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্য এবং শ্রী শ্রী বড় কালীবাড়ী টাঙ্গাইলের আজীবন সদস্য হিসেবে।

অত্যন্ত সহজসরল জীবনের অধিকারী এই মহান শিক্ষাগুরু আপদমস্তক প্রগতিশীল চিন্তা ও চেতনায় বিশ্বাসী ও সমাজ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন। বিনিময়ে শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা ছাড়াও পেয়েছেন হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা।

আগামি ২ ডিসেম্বর শনিবার এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামে তার নিজ বাড়িতে (মমতালয়) মৃত্যুতিথি অনুসারে ধর্মীয় ও সামাজিকভাবে তার বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে গোপীনাথ মজুমদারের একমাত্র পুত্র ছড়াকার, কলেজ শিক্ষক ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *