আগামী নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণ- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ফিচার মধুপুর রাজনীতি স্বাস্থ্য

মধুপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। তাকে সংবিধানের সকল দায়িত্ব দেওয়া হয়েছে। এক ধরনের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। কেউ যদি নির্বাচন নিয়ে হেলাফেলা করে সে জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতিতে যে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকুরিচ্যুত করতে পারে।

শুক্রবার, ১০ নভেম্বর দুপু‌রে মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস হাইস্কুলে কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ফ্রি চিকিৎসাসেবার এক আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েক দিনের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। আগামী নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণ। কিন্তু বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এজন্য তারা গত ২৮ অক্টোবর থেকে দেশে আগুন সন্ত্রাস করছে। যানবাহনে আগুন দিচ্ছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না, এ রকম কোনো বিধান সংবিধানে নেই। বিএনপি না এলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই যথাসময়েই নির্বাচন হবে। কে এল, না এল সেটি বড় কথা নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই নিশ্চয়তা দিচ্ছেন তিনি।

বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন কতটুকু গ্রহণ যোগ্যতা পাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যে রকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে, শান্তি-স্থিতিশীলতার স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে, ধারাবাহিকতা নষ্ট করা যাবে না।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যেকোনো পরিস্থিতিতে সুষ্ঠু-অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে। সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ক্ষমতায় থাকলেও নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দর হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সেন্ট পৌলস ক্যাথলিক গীর্জার পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, মধুপুর পৌরসভার মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১৫০ জনের মেডিকেল টিম আজ সকাল ৮টা থেকে সারাদিন প্রায় ৬ হাজার রোগীদের ফ্রী চিকিৎসা দেন। ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *