নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে পুলিশ হত্যা, মারামারি, বিস্ফোরক ও নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার, ৯ নভেম্বর বিকেলে শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানায় রয়েছেন।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দলের নেতাকর্মীরা। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করছি।
উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে করা হয়। এ ছয়টি মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এ সব মামলায় গ্রেফতার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।