টাঙ্গাইলে জামিনে মুক্তির পর বিএনপির ২ নেতা কারাফটক থেকে গ্রেপ্তার

আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটকের সামনে থেকে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে আটক করার পর পুরোনো একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

 

গ্রেপ্তার ওই দুই নেতা হলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সহসভাপতি রকিবুল ইসলাম ছুনু। তারা গত ২৯ অক্টোবর নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে আজ তারা কারামুক্ত হয়েছিলেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, সেপ্টেম্বরে সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ, আদালত ও দলীয় সূত্র জানায়, গতকাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন বিএনপির নেতা আজগর আলী ও রকিবুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। আজ সকাল ১০টার দিকে তারা কারামুক্ত হলে পুলিশ কারাফটকের সামনে থেকে তাদের আবার আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে ২৯ অক্টোবর বিএনপির হরতাল চলাকালে মিছিল শেষে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া থেকে আটক হয়েছিলেন বিএনপির নেতা আজগর আলী ও রকিবুল ইসলাম। ওই দিন তারাসহ মোট ২৩ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা করেন সদর থানার উপপরিদর্শক সুবল চন্দ্র পাল। মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *