টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস পালিত

টাঙ্গাইল সদর দিবস ফিচার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে।

 

 

বুধবার, ৮ নভেম্বর টাঙ্গাইল আইডিইবি কার্যালয়ে গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন এমপি।

 

গণপ্রকৌশল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল আইডিইবি কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইল জেলা আইডিইবি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, আইডিইবির জেলা শাখার সহ-সভাপতি এসএম আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম-সম্পাদক এএইচএম জাহাঙ্গীর আলম খান, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানা প্রমুখ। সভা পরিচালনা করেন টাঙ্গাইল জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু।

কর্মসূচিতে জেলা আইডিইবি’র সদস্য ও টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *