টাঙ্গাইলে বাবার সম্পত্তির ন্যায্য অধিকারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল সদর ফিচার মিডিয়া

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বাবার সম্পত্তির ন্যায্য অধিকারের দাবিতে পরিবারের ১০ ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে।

 

 

মঙ্গলবার, ৭ নভেম্বর দুপুরে শহরের র্পূব আদালত পাড়ার মৃত শামছুল হকের মেয়ে জান্নাতুল মাওয়া দর্পন টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামের অডিটরিয়ামে ওই সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, তিনি একজন ছাত্রী। তার বাবা শামছুল হক ২০১৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। বাবা মারা যাওয়ার আগে ব্যাংকে আড়াই লাখ টাকা জমা রেখেছিলেন। তিনি ওই টাকার নমিনি তাকে করছেলিনে এবং তিনি যথারীতি টাকা উত্তোলন করছেনে। ওই টাকা উত্তোলন করার পর থেকে তার মা, বোন, চাচা, বোন জামাই, ফুফাতো ভাই, খালাতো বোন ও কয়েকজন প্রতিবেশি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজেরা ভোগ করতে তাকে ন্যায্য ওয়ারিশ থেকে বঞ্চিত করার পরিকল্পনা করে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় তাকে পারিবারিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষে নানা প্রকার কুৎসা রটায়, শারিরীকভাবে মারপটি করে মাদকাসক্ত বলে প্রচাররে মাধ্যমে রিহ্যাব সেন্টারে পাঠানোর উদ্যোগ নেয়। এসব বিষয়ে প্রতিকার আশায় তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে আবেদন করায় তারা আরও ক্ষুব্ধ হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনে নিজ বসতবাড়ীতে শান্তিপূর্ণভাবে নিরাপদে বসবাস করে বাঁচার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *