ঘাটাইলের অন্বেষা বহুমুখী সমবায় সমিতি প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বর্ণপদক লাভ

অর্থনীতি ঘাটাইল ফিচার

ঘাটাইল প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির কাছ থেকে স্বর্ণপদক ও সম্মাননা সনদ নেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুছ ছাত্তার।

 

 

 

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বর্ণপদক পেয়েছে ঘাটাইল অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড । ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বহুমুখী সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতির এই পুরস্কার দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির কাছ থেকে গত শনিবার, ৪ নভেম্বর অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে স্বর্ণপদক ও সম্মাননা সনদ গ্রহণ করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুছ ছাত্তার।

অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ৩৫ বছরের স্বর্ণোজ্জ্বল ইতিহাসে প্রথমবারের মতো এবার রাষ্ট্রীয় স্বর্ণপদক ও সম্মাননা সনদ পেল প্রতিষ্ঠানটি।

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লিমিটেড স্বর্ণপদক ও সম্মাননা সনদ প্রাপ্তি বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির বলেন, প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বর্ণপদক ও সম্মাননা সনদ প্রাপ্তি অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জন্য একটি গর্ব ও অহংকারের বিষয়। বাংলাদেশের সমবায় আন্দোলনের ইতিহাসে আগামীদিনেও অন্বেষা অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *