নিজস্ব প্রতিবেদক: ‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার, ৪ নভেম্বর সকালে জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যাগে শহরের কমিউনিটি পুলিশিং অফিস প্রাাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য প্রফেসর মিলন মাহমুদ। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সখীপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান মনিরসহ দুইজনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।