নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার, ২ নভেম্বর ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
এদিকে আজকে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু-একটা মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়নি। তবে টাঙ্গাইল শহরে সবকিছুই মোটামুটি স্বাভাবিক রয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ চলছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যে কারণে ভোরে মিছিল বের করে বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্না, পৌর শাখার সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব প্রমুখ ।