টাঙ্গাইলে অবরোধের তৃতীয় দিনে বেড়েছে রেল যাত্রীদের চাপ

টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার, ২ নভেম্বর শেষ হবে। অবরোধের কারণে টাঙ্গাইল জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বাস পরিবহনখাতে প্রভাব পড়েছে। তৃতীয় দিনে স্বাভাবিকের তুলনায় রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে। বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল রেল স্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীদের উপচে পড়ে ভিড়।

 

 

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতের পথ হিসেবে রেলপথকে নিরাপদ মনে করছেন সাধারণ যাত্রীরা। অবরোধের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরজমিনে দেখা গেছে কিছু যান চলাচল করছে। তবে দূর পাল্লার বাস দেখা যাচ্ছে না। অটোরিকশা, মোটরসাইকেল এবং সিএনজিযোগে যাতায়াত করছে সাধারণ যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করছে টহল পুলিশ। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে।

সরেজমিনে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে, অবরোধে সড়কপথে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করায় নিরাপদে গন্তব্যে পৌঁছতে ট্রেনযোগে ঢাকা ও উত্তরবঙ্গ যাতায়াত করছেন যাত্রীরা।

মহাসড়কে যাত্রী ভোগান্তি থাকায় যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথ ব্যবহার করছে যাত্রীরা। টাঙ্গাইল রেল স্টেশনের যাত্রী সাত্তার মিয়া বলেন, বিশেষ কাজে ঢাকা যাওয়ার প্রয়োজন হওয়ায় সকাল থেকে মহাসড়কে দাঁড়িয়ে থেকে কোনো বাস পাইনি। পরে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে টিকিট কেটে অপেক্ষা করছি। কিন্তু স্বাভাবিকের চেয়ে ট্রেনে কয়েকগুণ বেশি যাত্রীর চাপ। পা রাখার জায়গা নেই।

আরেক যাত্রী ওমর ফারুক বলেন, বড় ভাই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে অবরোধের কারনে দেখতে যেতে পারছি না। দেশের অবস্থা স্বাভাবিক না হলে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাবো।

অপর যাত্রী সালমা আক্তার বলেন, এক সপ্তাহ ধরে বাবার বাড়ি আসছি ছেলে মেয়ের স্কুল কোচিং বন্ধ যাচ্ছে। ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে। রাস্তায় গাড়ি চলছে না তাই ছোট ভাইকে নিয়ে ট্রেনে ঢাকা যাচ্ছি।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ এএসআই আবু বক্কর জানান, অবরোধের কারণে অসংখ্য লোকজন রাজধানীর ঢাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ট্রেনে যাতায়াত করছে। এছাড়া কোন ব্যক্তি যাতে নাশকতার জিনিসপত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য ট্রেনের যাত্রীদের তল্লাশী করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, অবরোধে রেলপথে প্রভাব পড়েনি। এ রুটে নিয়মিত ট্রেন চলাচল করছে এবং স্বাভাবিকের চেয়ে যাত্রী চাপ বেড়েছে। এছাড়া টাঙ্গাইলে রেলপথে কোনো ধরণের অরাজকতা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *