সুলতান কবির: টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী হওয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন প্রশান্ত কুমার মন্ডল।
প্রশান্ত কুমার মন্ডল হাতিলা গ্রামের দিনেশ চন্দ্র মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্তমান সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চর্চা করেন তিনি ।
তিনি জানান, ইতোপূর্বে করোনাকালীন সময়ে এলাকার হত-দরিদ্রদের জন্য নিজস্ব অর্থায়নে একাধিকবার খাদ্য দ্রব্য, কাপড় বিতরণ করেন। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ায় একটি স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা অপপ্রচার ও হুমকি প্রদর্শন করে আসছে। এ ব্যাপরে প্রশান্ত কুমার থানায় একটি সাধারণ ডায়রি করেন বলে জানান।
স্থানীয় যুবলীগের একাধিক নেতাকর্মী জানান, প্রশান্ত কুমার মন্ডল স্বচ্ছ রাজনীতির সাথে যুক্ত। অতীতে তার বিরুদ্ধে কোন অসামাজিক কাজে জড়িত আমরা দেখিনি। গত দুর্গাপূজায় দশমিতে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় মেতেছেন সেই ভিডিও গোপনে ধারণ করে প্রতিপক্ষ। সে সনাতন ধর্মলম্বী হওয়ায় একটি পক্ষ তাকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা আরও জানায়, প্রশান্ত কুমার মন্ডল ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী না হলে তারা এ অপপ্রচারে লিপ্ত হতো না। অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও সভাপতি প্রার্থী প্রশান্ত কুমার জানায়, তার বিরুদ্ধে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ণ রাজনৈতিক প্রোপাগান্ডা। শুধুমাত্র তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সদর উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম সাগর জানান, প্রশান্ত কুমার মন্ডল সনাতন ধর্মালম্বী হওয়ায় দুর্গাপূজার দশমীতে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছেন এটা তাদের ধর্মীয় কালচার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাকে নিয়ে একটি মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এটা সুষ্পষ্ট।