নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমিতে বিনামূল্যে ‘মুজিব’ চলচ্চিত্রের প্রদর্শনী দেখানো কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা প্রথমে বিনামূল্যে চলচ্চিত্রটি উপভোগ করেন। আর দুপুর দেড়টায় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চলচ্চিত্রটি দেখেন।
এ ছাড়া, ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুপুর দেড়টায় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর দেড়টায় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়, ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কুমুদিনী সরকারি কলেজ এবং দুপুর দেড়টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ১ নভেম্বর সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এবং দুপুর দেড়টায় নার্সিং মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলচ্চিত্রটি দেখার ব্যবস্থা করা হয়েছে।
এ দিনের প্রদর্শনীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এলেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান বলেন, যারা বাস্তবে জাতির পিতাকে দেখার সুযোগ পাননি তারা সিনেমা পর্দায় জাতির পিতাকে দেখে আবেগে আপ্লুত হচ্ছেন। তিনি আরো জানান, সিনেমাটি পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় বিনা টিকিটে দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে।