নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। তবে শহরে কোন হরতালের চিহ্ন দেখা যায়নি।
শনিবার, ২৮ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশ থেকে এই সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
সরেজমিনে দেখা যায়, শহরের নতুন বাস-টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ। তবে এপর্যন্ত মহাসড়কের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শহরের বিপণী বিতানসহ সকল দোকান পাট খোলা রয়েছে। শহরে সকল প্রকার যানবাহন চলাচল করছে। কোথাও হরতালের চিহ্ন দেখা যায়নি। জেলার কোথাও বিএনপির নেতৃত্বে হরতালের পিকেটিং করতে দেখা যায়নি। তবে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে হরতাল প্রতিরোধে স্থানীয় শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট তিন চাকার যান চলাচল করছে। দু’একটি পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোঃ আলমগীর আশরাফ বলেন, গতকালও মহাসড়কে যানবাহন কম ছিলো, আজকে আরও কম। যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।