টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় শিক্ষককে কুপিয়ে জখম

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের সুবীর চন্দ্র রায় নামে এক শিক্ষককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।

 

 

বুধবার, ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার গোসাই জোয়াইর ওয়ালটন খামারবাড়ির সামনে তাকে কোপানো হয়। আহত সুবীর চন্দ্র রায় টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত শিক্ষকের বড় ভাই সুজন চন্দ্র রায় জানান, কয়েকদিন আগে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্থানীয় গোসাইর জোয়াইর গ্রামের এক যুবক সুবীর ও আমার কাছে কাছে দুই লাখ টাকা চাঁদা চায়। যদি চাঁদা না দেওয়া হয়, তাহলে হামলা করবে বলেও হুমকি দেয়। আজকে হঠাৎ করে কয়েকজন দলবেধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় সুবীরের মাথায় কোপ দিলে মাথা জখম হয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. রাজু মিয়া বলেন, মাথায় জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ কালাম বলেন, শুনেছি মারামারির ঘটনা। তবে এখনও মামলা হয়নি। যদি মামলা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *