ঘাটাইলে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কৃষি ঘাটাইল ফিচার সংগঠন

ঘাটাইল প্রতিনিধি: শেখ হাসিনার অবদান “ডিপ্লোমা কৃষিবিদদের ১০ গ্রেড ২য় শ্রেণীর সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

দিবসটি উপলক্ষে সোমবার, ২৩ অক্টোবর সকালে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী রেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এসে শেষ হয় ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আবু সাইদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মোজাফফর আলী খান, কৃষিবিদ ইনিষ্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন, দপ্তর সম্পাদক মোঃ লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন।

বক্তারা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদধারীদেরকে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৩ অক্টোবর ১১তম গ্রেড হতে ১০ম গ্রেড সেল্ফ ড্রয়িং অফিসার ঘোষণা করেন। এটি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে ধরে রাখতে সারাদেশে ২৩ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন করা হয়। বাংলাদেশের কৃষির সাফল্যের জন্য ডিপ্লোমা কৃষিবিদের অনেক আত্মত্যাগ রয়েছে বলে তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *