হাফিজুর রহমান, ধনবাড়ী: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে দেশে সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সকলে সমান অধিকার ভোগ করবে। স্বাধীন এই বাংলাদেশে কোন সন্ত্রাস, জঙ্গিবাদের ঠাঁই নেই।
শনিবার, ২১ অক্টোবর সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা ধনবাড়ী উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকবো। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বানিয়েছিলাম। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, স্কুল-কলেজ ও প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন তিনি।
ধনবাড়ী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজায় তাদের নানা বয়সের মানুষ অংশগ্রহণ করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জেব-উন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, বিনয় কৃষ্ণ তালুকদার, হাফিজুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ ও ধনবাড়ী প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পরে কৃষিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।