কালিহাতী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইল- ৪ কালিহাতী আসনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুল লতিফ সিদ্দিকীর গণসংযোগ অব্যাহতভাবে চলছে।
আব্দুল লতিফ সিদ্দিকীকে রাজনীতির মাঠে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় নারী পুরুষ সকল নেতাকর্মীদের কন্ঠে শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানে মুখরিত হয়।
রবিবার, ২২ অক্টোবর বিকাল ৪টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা করেন আব্দুল লতিফ সিদ্দিকী।
পথসভায় আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে তার সহধর্মিণী ও সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, নাগবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, পারখী ইউপি সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, কালিহাতী বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন প্রমুখ।
এলেঙ্গা পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভা জনসভার রুপ ধারণ করে।