জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ গ্রেপ্তার

আইন আদালত ফিচার রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকা থেকে সখীপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

থানার পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে দুটি মামলা চলছিল। সম্প্রতি আদালত আশরাফ সিদ্দিকীকে ওই দুটি মামলায় ছয় মাস করে সাজা দেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে কোন সংস্থার কত টাকার ঋণের কারণে সাজা হলো, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, জাতীয় পার্টির নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাজী আশরাফ সিদ্দিকী দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামে। ইতিপূর্বে তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *