ধনবাড়ীর পাতলাচড়া গ্রামে নিরাপদ সবজির হাট শুরু

অর্থনীতি কৃষি ধনবাড়ী ফিচার

হাফিজুর রহমান, ধনবাড়ী: ধনবাড়ীর যদুনাথপুরের পাতলাচড়া গ্রামে নিরাপদ সবজির হাট শুরু হয়েছে। স্থানীয়ভাবে কৃষকসহ জনসাধারণকে সচেতনে কাজ করা প্রযত্ম-এর আয়োজনে শুক্রবার বিকেলে এ হাটের কার্যক্রম শুরু করা হয়।

 

 

 

হাটের ক্রেতা বিক্রেতার ক্রয়-বিক্রয় শেষে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে প্রাচীন ঐহিত্যবাহী ধুয়া (জারি-সারি) গান। গানের মাধ্যমে বাল্য বিবাহ- মাদকসহ বিভিন্ন ধরণের জনসচেতনতামূলক বার্তা তুলে ধরেন গায়করা। এ সময় এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নিয়ে এ গান উপভোগ করেন।

হাটে বাজার করতে আসা ক্রেতারা জানান, আমরা আগে তো বিষমুক্ত সবজি কোনটা সঠিকভাবে নির্ণয় করে কিনতে পারতাম না। তবে এখন থেকে আমরা এই এলাকাবাসী সবাই নিরাপদ বিষমুক্ত সবজি সহজেই কিনতে পারব। এতে করে যেমন কৃষক সঠিক মূল্য পাবে তেমনি আমরা বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো।

প্রযত্ম-এর সমন্বয়ক ইকবাল হোসেন জুপিটার এই প্রতিবেদককে জানান, বর্তমান বাজারে প্রায় সকল ধরণের সবজি আবাদে বিভিন্ন ধরণের কীটনাশক প্রয়োগ করা হয়। এতে করে অধিকাংশ মানুষ আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। তাই এই সকল কথা ভেবে আমি নিজ উদ্যেগে এলাকার কৃষকদের সাথে কথা বলে এই নিরাপদ সবজীর হাট বসিয়েছি। তবে যদি বাজারে কোন কৃষকের পণ্য বিক্রি না হয়। সেই অবশিষ্ট পণ্য আমার প্রযত্ম নিরাপদ খাদ্য বিপনন কেন্দ্রের পক্ষ থেকে ক্রয় করা হবে।

তিনি আরো বলেন, এখন সকলের সহযোগিতায় এই নিরাপদ সবজির হাটটি প্রসারিত করার লক্ষ্যে প্রাচীন ঐহিত্যবাহী ধুয়া (জারি-সারি) গানের আয়োজন করেছি। শুধু তাই নয়, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে এই বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *