মধুপুরের চাষিরা লাভজনক মিশ্র ফসল চাষে ঝুঁকছেন

কৃষি ফিচার মধুপুর

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর গড় এলাকার প্রান্তিক চাষিরা একই জমিতে একসাথে ৪-৬ টি ফসল চাষে লাভবান হচ্ছেন। আর এ মিশ্র ফসল চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। পাশপাশি মিশ্র ফসল চাষে ঝুঁকে পড়েছেন সকল রকমের চাষীরা।

 

 

 

মধুপুর গড় এলাকার পিরোজপুর, সাইনামারী, পীরগাছা, ধরাটি গ্রামের অধিকাংশ কৃষক এখন এই পদ্ধতিতে ফসল চাষ শুরু করেছেন। অল্প খরচে, অল্প জমিতে, অল্প সময়ে অধিক ফসল পাওয়া যাবে এ চিন্তা থেকে গড় এলাকার কৃষকরা এক সাথে এক জমিতে ২-৬টি পর্যন্ত সাথী ফসল চাষে ঝুঁকেছেন।

গড় এলাকা আনারস, কলা, পেঁপে, আদা, কচু, হলুদসহ নানা কৃষি ফসল চাষের জন্য বিশেষ উপযোগী। আনারস চাষের সাথে সাথী ফসল চাষের পদ্ধতি বেশি প্রয়োগ করা হচ্ছে বলেও তারা জানান।

সরেজমিনে দেখা যায়, এই গ্রামের কৃষক এছাক আলী তার বাড়ির পেছনের জমিতে এক বিঘা জমিতে সাজিয়েছেন ৪ ফসলের বাগান। এক সাথে লাগিয়েছেন পেঁপে মরিচ আদা ও লেবু।

অপর কৃষক আবু সাইদ তার ৪৫ শতাংশ জমিতে একইভাবে লাগিয়েছেন কলা, পেঁপে, আদা, কচু, ডাটা ও পুঁইশাক লাগিয়েছিলেন। এভাবে মধুপুর গড় এলাকায় একই পদ্ধতিতে অনেক কৃষক ফসল চাষে ঝুঁকেছেন।

এ ব্যাপারে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কৃষকরা এখন আনারস বাগানে এক সাথে মাল্টা, আদা, পেঁপে, কচু, হলুদ, লেবু, মরিচসহ নানা কৃষি ফসল চাষ করছে। এটা একটা ইতিবাচক ও লাভজনক মিশ্র ফসল চাষ পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *