মধুপুর প্রতিনিধি: মধুপুর পৌরসভাধীন চাড়ালজানিতে মধুপুরবাসীর বহুল আকাঙ্খিত শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় শেখ রাসেল দিবস উপলক্ষে শুভ উদ্বোধন করা হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর। ভিত্তি প্রস্তরের ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
দেশের তিনটি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন সেন্টারের মধ্যে অন্যতম মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে নির্মাণ প্রক্রিয়াধীন সেন্টারটি ভার্চুয়ালি একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একই সাথে দেশের ৫৫৫টির অন্যতম মধুপুর উপজেলা কমপ্লেক্স ভবনের পঞ্চম তলায় নিমার্ণাধীন জয় সেট সেন্টার (স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রের্নিং সেন্টার) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মধুপুরে আইটি পার্কের ফলক উন্মোচন করেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু ও পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম মনি, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি, অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান ও মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিরউদ্দিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে তারা মোনাজাতে অংশ নেন।
বহুল আকাঙ্খিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি ও মধুপুরের জনসাধারণের আশা পূরণের একমাত্র ধারকবাহক কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপিকে মধুপুরের সর্বস্তরের জনসাধারণ অভিনন্দন জানান।