নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচারে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৬ অক্টোবর টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ডা. নজরুল ইসলামের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাতানি হুগড়া বাজার থেকে বের হয়ে নরসিংহপুর সেতুতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও হুগড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আবু সায়েম, হুগড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের্র ইউপি সদস্য মোঃ মজনু মিয়া, নরসিংহপুুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনিতে নারী ও শিশুসহ নির্বিচারে মারা হচ্ছে এবং বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা বৈশ্বিক মানবিক অবক্ষয়। ফিলিস্তিনের নীরহ মানুষদের হত্যা বন্ধের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জেরুজালেম হলো সারা বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে স্থানীয় প্রায় এক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।