নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কিশোরীর দায়ের করা মামলায় জামিন পেয়ে আলোচনা সভা করেছে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির। শনিবার, ১৪ অক্টোবর বিকেলে শহরে মোটরসাইকেল শোডাউন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সামনে গিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তুষার, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান।
বক্তারা বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি মুক্তি পাওয়ায় আমরা আনন্দিত। যারা এই ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে এই টাঙ্গাইলকে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তাদের জবাব দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, গত সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে ডিএনএ পরীক্ষার ফলাফল জমা দেয়া হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বলা হয় কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক পিতা গোলাম কিবরিয়া বড় মনি নন। পরে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়।