মধুপুরে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিবস ফিচার মধুপুর সংগঠন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ময়েজ উদ্দিন সড়কে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

 

 

ক্লাবের সভাপতি মোঃ সোলায়মান হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের (সার্ক) জেলা শাখার সহ-সভাপতি অলক কুমার চৌধুরী, সদস্য অভিষেক বর্মন, সজীব ভৌমিক, মনিরুজ্জামান আকাশ, মো. আশরাফুল ইসলাম মারুফ, মেহেদী হাসান লাবন, পারভেজ হোসেন, মঞ্জিল হোসেন, নাঈম হোসেন, সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম (২), মো. সুমন মিয়া, তামান্না সরকার, তানজিলা, সাদিয়া, ছোয়া, লাবীবা, হারুন, মোঃ নজরুল ইসলাম, আশিক, রিফাত, খালিদ হাসান, শান্ত, আসলাম মিয়া, ইমরান, মোঃ খোকন মিয়া, নাহিদুল ইসলাম নির্জন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যের সাথে উদযাপন করায় টাঙ্গাইল শাখা ক্লাবের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব সাংবাদিক নুর মোহাম্মদ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব বাংলাদেশ, যা আজকের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। এই ক্লাবের মাধ্যমে বেতার এবং শ্রোতাদের মধ্যে যুগসূত্র স্থাপন ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরাসহ সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *