কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। রবিবার, ৮ অক্টোবর দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘরিয়া হায়াতপুর লৌহজং নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী লোকজন।
মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের নারীরা ঝাঁড়ু ও শিশুরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করে অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলন বন্ধের দাবি জোর জানান।
এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে স্থানীয় ভুক্তভোগী ছানোয়ার হোসেন ভূঁইয়া, আমজাদ হোসেন, হযরত আলী, আজিজ মিয়া, আসাদুল, আতোয়ার রহমান ও আব্দুল ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি ও ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হচ্ছে। কেউ প্রতিবাদ করলে নানা ধরণের হয়রানি শিকার হতে হয়। দ্রুত বালু উত্তোলন বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।