টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ১০ টন পলিথিন জব্দ!

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার

সুলতান কবির: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১০টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

 

 

মঙ্গলবার, ৩ অক্টোবর দুপুরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর শুভ হোটেলের সামনে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

 

 

টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার খুদিরামপুর শুভ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ডভ্যানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কাভার্ডভ্যান থেকে ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত কাভার্ডভ্যানের ড্রাইভারকে ২০ হাজার টাকা জরিমানা করে। পলিথিন ভর্তি কাভার্ডভ্যানটি রাজশাহী যাচ্ছিলো বলে তিনি জানান।

তিনি জানান, অভিযানকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুুলতানা রাজিয়া, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুুহিন আলম। এ সময় জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *