টাঙ্গাইলে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ৩ দিন ধরে কর্মবিরতি পালন

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতার দাবিতে টানা তিনদিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে।

 

 

মঙ্গলবার, ৩ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত তৃতীয় দিনের মতো শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত ১০২ জন ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফ এ কর্মসূচি পালন করেন। এর আগে তারা রবিবার, ১ অক্টোবর থেকে তাদের এই কর্মসূচি শুরু করেন।

 

 

আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন জেলা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুমন, সহ-সভাপতি প্রকাশ সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কোনো ইন্টার্ন স্যালারি পাচ্ছি না। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধাও নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্র্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্র্নশিপ করাটা আমাদের জন্য কষ্টসাধ্য।

এ সময় আন্দোলনকারী নেতৃবৃন্দ ইন্টার্ন স্যালারি বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত সকল ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *