গোপালপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আহত মুসল্লির মৃত্যু!

গোপালপুর দুর্ঘটনা ফিচার শোক সংবাদ

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে একেএম ফজলুর রহমান তারেক নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার আসর নামাজ পড়তে গিয়ে পৌর শহরের কাজীবাড়ী জামে মসজিদের অজুখানায় তিনি মারা যান। এর আগে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি আহত হয়েছিলেন।

 

 

মঙ্গলবার, ৩ অক্টোবর সকাল ১০টায় নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

একেএম ফজলুর রহমান তারেক (৬৫) উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়া ভাদুরী বাড়ির মাওলানা কুতুব উদ্দিন কাছেমীর ছেলে। পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের চাকরি থেকে অবসর নিয়ে নবগ্রাম পূর্বপাড়া জামিউল উলুম মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি।

জানা যায়, ব্যক্তিগত কাজে তিনি সোমবার দুপুরে গোপালপুর গিয়েছিলেন। কাজের সময় আসরের নামাজের সময় হয়। তিনি নামাজ পড়তে নিকটস্থ কাজীবাড়ী জামে মসজিদে যান। পথিমধ্যে যানজটের ব্যস্ততম সড়ক পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা খেয়ে প্রচণ্ড আঘাত পান তিনি। তবুও জামাতের সময় হওয়ায় নামাজ আদায় করতে তিনি দ্রুত মসজিদের অজুখানায় অজু করতে গিয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

মুসুল্লিরা অজুখানায় অজ্ঞাত এক বয়স্ক লোককে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় না পেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। পরে মরহুমের পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে বাড়ি নিয়ে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *