ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

ভূঞাপুর মিডিয়া সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ‘অহিংসার প্রথম নীতি হলো সকল অমর্যাদাকে প্রত্যাখ্যান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না’ -মহাত্মা গান্ধীর এ বাণীকে ধারণ করে ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

 

 

সোমবার, ২ অক্টোবর সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় ও পিস ফেসিলিটেটর গ্রুপ ভূঞাপুর-এর আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

 

সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন উপজেলা কমিটির সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

এসময় বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, সুজনের পৌর কমিটির সভাপতি আব্দুস সালাম, উপজেলা কমিটির সহ-সভাপতি আখতার হোসেন খান, উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান তরফদার বাবু, মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান, ঘুড়ি ফাউন্ডেশনের গৌতম কুমার দাস, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি রেজাউল করিম রানা, সেবক টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ফুলরেনু খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, কবি ও লেখক মামুন তরফদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী মাহমুদ আলী, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, পৌর কমিটির সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিমুর রশিদ রিপন, সাংবাদিক অভিজিৎ ঘোষ, আব্দুল আলীম আকন্দ, কোরবান আলী, হৃদয় মন্ডল, ফরমান শেখ, তৌফিকুর রহমান মানিক প্রমুখ।

বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *