করটিয়া আবেদা খানম গার্লস স্কুলের মুখ উজ্জল করলেন আদ্রিকা

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

সুলতান কবির: সদর উপজেলার করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের মুখ উজ্জল করলেন শাফিহা ইয়াসফিন আদ্রিকা (১৬)। সে এবার- ২০২৩ সালের এসএসসি হিসাব বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পান। এছাড়া, সে টাঙ্গাইল জেলায় মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে।

 

স্কুল সূত্রে জানা যায়, শাফিহা ইয়াসফিন আদ্রিকা করটিয়া চৌধুরী পাড়া এলাকার সোয়েব হোসেন লাভলু চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা এবং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর নাতনী।

 

 

আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান জানান, গত ২০২৩ সালে করটিয়া আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেন শাফিহা ইয়াসফিন আদ্রিকা। তার রোল নং ৫৫০৪৯৪, শাখা বাণিজ্য। পরীক্ষায় সে জিপিএ – ৫ পেয়েছে। বৃহস্পতিবার রেজাল্ট সিট পাওয়ার পর নিশ্চিত হয় সে টাঙ্গাইল জেলায় এবারের এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় বাণিজ্য শাখা থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। এমন খবরে তার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে খুশি ও আনন্দের জোয়ার বইছে।

জেলায় তৃতীয় স্থান অধিকারী আদ্রিকা তার অনুভুতি ব্যক্ত করে জানান, আমার ফলাফল ধারাবাহিকভাবে ভাল করতে চাই। আমার ইচ্ছা আছে বড় হয়ে একজন ভালো ব্যাংকার হবো।

আদ্রিকার বাবা সোয়েব হোসেন লাভলু জানান, আদ্রিতার সাফল্য শুধু তার মেয়ের একার সাফল্য নয়, এই ফলাফল তার বিদ্যালয় ও জেলার সুনাম বয়ে এনেছে। আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন ভবিষ্যতে আরও ভাল ফলাফল করে সবার মুখ উজ্জল করে।

আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান জানান, আদ্রিকা আমাদের স্কুলের অত্যান্ত মেধাবী একজন ছাত্রী। আমাদের আশা ছিলো এসএসসি পরীক্ষায় আদ্রিতা ভাল ফলাফল করবে। সে ভাল ফলাফল করে আমাদের স্কুলের মুখ উজ্জল করেছে। আশাকরি এইচএসসি পরীক্ষায়ও সে ভাল ফলাফল করবে।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী জানান, আদ্রিকার এই ফলাফলে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *