
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, কুরআন তেলাওয়াত, ইসলামী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে স্বকাল পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)।
অনুষ্ঠানে মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইসলামী চিন্তাবিদ মাহবুবুর রহমান খান, নজরুল পরিষদের সভাপতি অনীক রহমান বুলবুল, ইসলামী চিন্তাবিদ মাওলানা আনোয়ার হোসেন, কবি আযাদ কামাল, অনুর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান খান আনজু, প্রকৌশলী খন্দকার সাঈদ আল খালিদ (সোপান) প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় টাঙ্গাইলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
////////////////////