সখীপুর থানার সেই বিতর্কিত ওসিকে অবশেষে প্রত্যাহার

আইন আদালত ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠা সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে অবশেষে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন বুধবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সখীপুর থানার ওসি রেজাউল করিমকে পুলিশ লাইনে বদলী করা হয়েছে। নতুন ওসি হিসেবে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন আলমকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে তিনি যোগদান করবেন।

 

 

এর আগে সখীপুরের আইন-শৃঙ্খলা চরম অবনতি হওয়ায় উপজেলার শোলাপ্রতীমা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ওসিকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যদিকে গত মঙ্গলবার দুপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান এবং কমিটির সদস্যবৃন্দ ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, সখীপুর উপজেলায় সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, জমি দখল, ইভটিজিং, অপহারণ, খুন বেড়ে গেছে। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ফলে থানা পুলিশের কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *