ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

খেলা জাতীয় টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। খেলায় ঢাকা বিভাগের ১৩ টি জেলা অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

 

 

২৭ সেপ্টেম্বর, বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মোঃ কায়ছারুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুইটি ভেন্যু টাঙ্গাইল ও শরীয়তপুরে অনুষ্ঠিত হবে। এছাড়াও দুইটি গ্রুপে ১৩টি দল অংশ গ্রহণ করবে। যমুনা গ্রুপে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল রয়েছে। অপর দিকে পদ্মা গ্রুপে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল রয়েছে। যমুনা গ্রুপের খেলা টাঙ্গাইল অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রুপ ও চুড়ান্ত পর্বের খেলা শরীয়তপুরে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক জানান, উদ্বোধনী খেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক, মেয়রসহ জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু প্রমুখ।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *