মাভাবিপ্রবি প্রতিনিধি: ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে’ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান মোগলসহ ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবায় ডাক্তার, ফার্মাসিস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু বাংলাদেশে আজও স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা সবার কাছে অজানা। বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান তখনই উন্নত হবে যখন চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকের পাশাপাশি ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়।