নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যৌনকর্মী মায়ের শিশু সন্তানদের নিরাপদ জীবন নিশ্চিতে নাইটকেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার, ২৫ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) প্রধান কার্যালয়ে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
সেতুর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাহাদত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমেরিকার সেভিং মোজেজের সহযোগিতায় সেতুর উদ্যোগে এই সেন্টারে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের আবাসিক সুবিধার পাশাপাশি, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা হবে।