নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলায় জমিতে কালাই বোনা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে চারজন টাঙ্গাইল জেনারের হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ওই ব্যক্তি উত্তর বেগুনটাল গ্রামের কাঙ্গালীর ছেলে আঃ রহিম।
রবিবার, ২৪ সেপ্টেম্বর সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুনটাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাগরের সঙ্গে সুলতান, মান্নান ও সোরহাবের ওয়ারিশের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আব্দুল মান্নান বিরোধপূর্ণ জমিতে কালাই ছিটাতে যান। এ সময় তার মামা সোহরাব, সাগর, শাহ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডা. আহসান ইকবাল বলেন, বিকেলে জমি সংক্রান্ত বিরোধে বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে এলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ৯৯৯ কলের মাধ্যমে সংঘর্ষের কথা জানতে পারেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।