ঘাটাইলে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ৪ জন কারাগারে

অপরাধ আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: ঘাটাইল উপজেলায় সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

তারা হলেন, উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া গ্রামের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), একই এলাকার মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মোঃ আলম (৩৮) ও মোঃ নাজমুল ইসলাম (২৮)।

 

 

সোমবার, ২৫ সেপ্টেম্বর বিকালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রবিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মোঃ মোশারফ হোসেন জানান, রবিবার সকালে দেওপাড়ার মোঃ শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারি করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রিজের কাছে পৌঁছলে অভিযুক্তরা মোশারফ হোসেনের পথরোধ করে। মোশারফের কাছে ১০০ টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে অভিযুক্তরা আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে।

এরপর সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি তিনি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেন। বিষয়টি জেনে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ উজ্জল সিকদার, মোঃ আলম ও মোঃ নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোঃ মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

টাঙ্গাইল আদালত পরিদর্শক মোঃ তানবীর আহমেদ জানান, আসামীদের ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়। পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *