নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
রবিবার, ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। প্রধান অতিথি ফেষ্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপি সমাবেশের শুভ উদ্বোধন করেন।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান পিএএমএস, জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক আইরিন আক্তার, টাঙ্গাইল আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ ছাত্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান সঞ্চালনায় সমাবেশে টাঙ্গাইল জেলা আনসার-ভিডিপির বিভিন্ন সাফল্যজনক কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল।
সমাবেশে ভিডিপি দলনেতা- দলনেত্রীদের মধ্য হতে ২ জন সদস্য বিগত বছরে তাদের উন্নয়নমূলক কাজের সাফল্য তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন। টাঙ্গাইল জেলায় আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এবং পরিচালক মোহাম্মদ সাইফুজ্জাম পিএএমএস ২৩টি বাই সাইকেল, ৭৭ টি ছাতা এবং ২৪টি টর্চ লাইট তৃণমূল আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলার মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর, ভূয়াপুর, মির্জাপুর, কালিহাতি, দেলদোয়ার, নাগরপুর, সখিপুর, বাসাইল ও সদর উপজেলা হতে ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ৩০০ শতাধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এ সমাবেশে অংশগ্রহণ করেন।