সখীপুরে ডাকাতি: স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

অপরাধ ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে গতরাতে জানালার গ্রীল কেটে স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

 

 

শুক্রবার, ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১ টার দিকে উপজেলার শোলপ্রতিমা দাখিল মাদরাসা এলাকায় মোতালেব হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা পরিবারের সবাইকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার নগদ আড়াই লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে।

 

 

ব্যবসায়ী মোতালেব হোসেন জানান, আনুমানিক রাত ১ টার দিকে বাড়ির জানালার গ্রিল কেটে প্রথমে ডাকাত সদস্যের একজন ঘরে ঢুকে বাড়ির প্রধান গেইট খুলে দেয়। এ সময় আরো ১০ থেকে ১২জন লোক বাড়ির বিভিন্ন রুমে ঢুকে পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে মুখ গামছা দিয়ে আটকে দেয়। এরপর তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আলমারীতে থাকা নগদ আড়াই লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার, দামি তিনটি স্মার্ট ফোন ও ব্যবসার জন্য মজুদ করে রাখা কাপড়সহ ২০ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, বাঁধা দিতে গিয়ে তারা মারধরের স্বীকার হয়েছেন। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *