মির্জাপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থিতা ঘোষণা করলেন ডা. শাওন

মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইল- ৭ মির্জাপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পেশাজীবী সংগঠনের নেতা উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. শাহিনুর রহমান খান শাওন প্রার্থীতা ঘোষণা করেছেন।

 

 

শুক্রবার, ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

 

 

ডা. শাহিনুর রহমান খান শাওন উপজেলা বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের মরহুম প্রকৌশলী শামসুল আলম খানের জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৯২ সালে উপজেলার বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে সুনামের সাথে এসএসসি এবং মির্জাপুর কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস পাস করে বারডেমে চাকরী নিয়ে চিকিৎসা সেবা শুরু করেন। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত থেকে দলের একজন নিবেদিত কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্ট, নীহা এন্ড নাফি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, নীহা এন্ড নাফি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (প্রস্তাবিত), নীহা এন্ড নাফি কনস্ট্রাকশন ফার্মের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পারন করছেন। এছাড়া তিনি টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যালমনাই এসোসিয়েশন, ডেফোডিল ইন্টারন্যাশলাল ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতিরও দায়িত্বে রয়েছেন।

এ সময় তাকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী নুরু মিয়া, এনামুল হাসান স্বপন, যুবলীগ নেতা রেজাউলসহ অর্ধশতাধিক কর্মী সমর্থক।

ডা. শাহিনুর রহমান শাওন বলেন, আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। ছোট বেলা থেকে আওয়ামী লীগের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করছি। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো। সে সাথে অবহেলিত মির্জাপুরকে আধুনিক স্মার্ট মির্জাপুর গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *