নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামের এ খেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় জেলা প্রশাসক কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপে সদর উপজেলার হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ পরাজিত করে গোলে কালিহাতী উপজেলার কালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। এছাড়াও বঙ্গবন্ধু গোল্ডকাপ দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ভূঞাপুরের গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।