ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় এক গৃহবধূর পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া মোইশা বিল থেকে তার মরদেহ করে পুলিশ পুলিশ। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জয়নাল আবেদীন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিএনজি চালক ছিলেন। এ ঘটনায় পরকীয়া স্ত্রীর স্বামী জীবনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ফলদা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার সাইদ আলী ওরফে গণেশের ছেলে।
পুলিশ জানায়, ফলদা এলাকার জীবনের স্ত্রী কালিয়াকৈর থাকাকালে সিএনজি চালক জয়নালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের অবৈধ সম্পর্ক স্বামী জীবন জেনে যায়। পরে স্ত্রীর সাথে কথা বলে গত ৬ সেপ্টেম্বর জয়নালকে কালিয়াকৈর থেকে ফলদায় স্বামীর বাড়িতে ডেকে নিয়ে আসে।
এদিকে, বেশ কয়েকদিন সিএনজি চালক জয়নালের খোঁজ না পাওয়ায় তার পরিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গৃহবধূর স্বামী জীবনের সংশ্লিষ্টতা খুঁজে পান এবং তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
এ ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে স্ত্রীর পরকীয়া প্রেমিক জয়নাল আবেদীনকে হত্যাকান্ডের কথা স্বীকার করে গৃহবধূর স্বামী জীবন। এরপর তার কথা অনুযায়ী গ্রামের বাড়ি ফলদার ঘোনাপাড়া বিল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
ফলদা ঘোনাপাড়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে ওই ব্যক্তিকে ডেকে এনে হত্যার পর মরদেহ বিলে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। জীবনের স্বীকারোক্তিতে ভূঞাপুর থানা ও কালিয়াকৈর থানা পুলিশ বস্তাবন্দি পচে যাওয়া মরদেহটি উদ্ধার করে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি নিখোঁজের একটি ডায়রি হয়েছিল কালিয়াকৈর থানায়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। জীবনের কথা অনুযায়ী ফলদা ঘোনাপাড়া বিল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জীবন পুলিশ হেফাজতে রয়েছে।