ঘাটাইলের হামিদপুরে ব্যাটারির গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ঘাটাইল দুর্ঘটনা ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলের হামিদপুরে অটোরিকশার ব্যাটারি ও মনোহারি পণ্যের গুদামে আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

 

 

শনিবার, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার হামিদপুর বাজারে কুদ্দুস তালুকদারের বাসভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে তার বাসভবনসহ ভাড়া নেওয়া দুই ব্যবসায়ীর ২০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন তারা।

 

 

ক্ষতিগ্রস্থ বাসভবনের মালিক কুদ্দুস তালুকদার জানান, আমার একটি টিনশেড ভবনের কক্ষ বাজারের দুই ব্যবসায়ীকে ভাড়া দিই। শনিবার রাত আনুমানিক নয়টার দিকে হঠাৎ গুদামঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

 

অগ্নিকাণ্ডের বর্ণনা দিয়ে গুদাম ভাড়া নেওয়া ‘কাব্য ব্যাটারি হাউজ’ দোকানের স্বত্ত্বাধিকারী সুধাংশু শেখর সাহা বলেন, দোকান থেকে নতুন ও পুরাতন কয়েক শতাধিক ব্যাটারি গুদামে মজুদ রেখেছিলাম। যা পুরোটাই পুড়ে গেছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরেক ব্যবসায়ী তোয়াজ আলী বলেন, গুদামে রাখা চাল, ডাল, ভুট্টা, পেয়াজ, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় সব পুড়ে গেছে। এতে করে আমার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কালিহাতি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মন্জুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনা শোনামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এতে সব মিলিয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *